BANARIPARA DEGREE COLLEGE

বানারীপাড়া ডিগ্রি কলেজ

EIIN: 100657
SCROLLING TEXT

History of the college

প্রাকৃতিক আবহ পরিবেষ্টিত, সন্ধ্যা নদী বিধৌত বরিশাল জেলার উত্তর-পশ্চিমাংশের উপজেলা বানারীপাড়া এর পৌরসভার প্রানকেন্দ্রে মনোরম পরিবেশে বানারীপাড়া ডিগ্রি কলেজ অবস্থিত। 

১৯৮৪ সালের ৬ মার্চ অত্র এলাকার তৎকালীন তরুনদের উদ্যমে ও সুশীল সমাজের উদ্যোগ, অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতায়, শিক্ষা বিকাশের লক্ষ্যে অত্র এলাকার শিক্ষানুরক্ত ব্যক্তিত্ব এবং বরিশাল ২ আসনের মাননীয় সাবেক সাংসদ আলহাজ¦ মনিরুল ইসলাম মনি কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বহু প্রতিবন্ধকতা পেরিয়ে কলেজটি আজ বিভিন্ন দিক থেকেই সাফল্যের দ্বার প্রান্তে। শতভাগ পাশের সাফল্য ও জিপিএ ৫ এর উৎকর্ষতা যেমন দিনে দিনে আলোড়ন তুলছে সর্বমহলে তেমনি কলেজের ভর্তিতে নতুন শিক্ষার্থী ও অভিভাবকদের কাছেও বাড়ছে গ্রহনযোগ্যতা।

অভ্যন্তরীন, স্থানীয় ও জাতীয় পর্যায়ে খেলাধুলা, বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মকান্ড ও কর্মসূচীতে কলেজ অংশগ্রহণ করে পুরস্কার প্রাপ্তির মাধ্যমে অত্রাঞ্চলের মানুষের মধ্যে এসেছে চাঞ্চল্যতা। যাদের কর্ম প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানটি আজ মহিরুহে পরিনত হয়েছে তারা সকলের মাঝে বেচেঁ থাকবে যুগ যুগান্তর।

HSC Corner


Routine


Office Order


Download Center